• হট ভিডিও প্রতিদিন

    Advertisement

    Tuesday, November 15, 2016

    স্বামী এক শহরে স্ত্রী অন্য শহরে - লং ডিসটেন্স রিলেশনশিপ শুভকর নয় !



    আজ কাল এমনদৃশ্য প্রায়সই দেখা যায় যে, স্বামী এক শহরে স্ত্রী অন্য শহরে। ধরা যাক স্ত্রীর কোন কারণে মন খারাপ, সেদিন তিনি সঙ্গীকে ফোনই করলেন না। অন্যদিকে স্বামী হয়তো সেদিন অন্য শহরে খুব খুশিতে আছেন। তিনি খুব আনন্দ নিয়ে স্ত্রীকে ফোন দিলেন, অথচ স্ত্রীর এইদিকে মন খারাপ। এই যে দুজনই একটা অন্য সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, দুজনে সম্পূর্ণ আলাদা দুটো ইমোশনাল জোনে রয়েছেন এর ফলে দুজনের মধ্যেই সমস্যা দেখা দেয়াটাই স্বাভাবিক।

    একই সাথে থাকলে হয়তো এসব সমস্যা এড়িয়ে যাওয়া যায়, মোটামুটি একে অপরের জীবনটা একই সঙ্গে এক তারে বাঁধা থাকে। আলাদা শহরে থাকলে কিন্তু সেটা থাকে না। স্ত্রী আপসেট বলে হয়তো স্বামীর এত হই হুল্লোড় আজ তাঁর ভাল লাগছেনা। স্বামীর মনে হয়- একা থাকেন একটা দিন আনন্দ করতেই পারেন, সেটা স্ত্রীকে ফোন করে নষ্ট করে দিলেন। এটার ফলে সম্পর্কে চাপ সৃষ্টি হয়।

    লং ডিসটেন্স রিলেশনশিপে অনেক বেশি যোগাযোগের দরকার হয়, সেখানে নীরবতা কিন্তু অনেক ভুল বার্তা পৌঁছে দেয়। পরস্পরের প্রতি এই আস্থাটা দরকার। একজনের যদি অন্যের সঙ্গে কিছুক্ষণ কথা নাও হয় তাহলে সেই শূন্যস্থানটা বাজে ভাবে চিন্তা করবেন না। ফোনে স্ত্রী বা স্বামীকে না পেলেই মাথায় একগাদা আজেবাজে চিন্তা আসে। অন্য কারও সাথে রয়েছে কিংবা অসুস্থ হল না তো? এটা না ভেবে সঙ্গে সঙ্গে মেসেজ করুন। যখন সঙ্গীর সাথে যোগাযোগ করতে পারছেন না, তখন বাজে চিন্তা না করে ভাল চিন্তা করুন। বা নিজেকে বলুন, গতবারও তো খারাপ ভেবেছিলেন সেটা তো হয়নি। গতবারের শিক্ষাটাকেই এবারে কাজে লাগান। লং ডিসটেন্সের সমস্যা গুলো এভাবেই সমাধান করা যায়। ছুটি পেলেই বিশেষ করে সন্তান থাকলে একসাথে সময় কাটানোর চেষ্টা করুন।

    দাম্পত্যে একদিকে যেমন থাকে মান-অভিমান আর ভুল বোঝাবুঝি, তেমনই থাকা প্রয়োজন ভালোবাসা-বোঝাপড়া এবং সংবেদনশীলতা। সম্পর্কের এই বহমানতা বজায় রাখতে যে রোমান্সের প্রয়োজন সেটা যে কোনও মূল্যেই জাগিয়ে রাখুন। ভালোবাসা এবং বোঝাপড়ার যুগলবন্দী অনেক প্রতিবন্ধকতাকেই তুচ্ছ করতে পারে। আপনাদের করে তুলতে পারে একে অপরের যোগ্য পরিপূরক।